ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোর সন্দেহে নৃশংস মারধরের শিকার হয়ে এক মোটরসাইকেল মেকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে খুনের মামলা দায়ের করলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে রাত ১০টার মধ্যে, বাঞ্ছারামপুর পৌরসভার আছাদনগর বাজারে অবস্থিত মো. শফিকুল ইসলাম মালিকানাধীন ভাই ভাই ভাঙারি দোকানে।
নিহত মো. ফোরকান মিয়া (৩৫) উপজেলার জগন্নাথপুর গ্রামের মরহুম আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকার এবং পৌরসভার মাতুর বাড়ীর মোড়ে একটি গ্যারেজে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আসামি জাহিদুল ইসলাম রবিন (১৯) ও খাইরুন ইসলাম (২০) চোর সন্দেহে ফোরকান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে আছাদনগর বাজারের ভাঙারি দোকানে নিয়ে গিয়ে লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে স্টিলের এসএস পাইপ, লোহার হাতুড়ি ও অ্যালুমিনিয়ামের গামলা দিয়ে দুই হাত, পা ও পিঠে এলোপাতাড়ি মারধর করা হয়।
এ সময় আসামিদের একজন মোবাইল ফোনে নিহতের স্ত্রীকে কল দিয়ে মারধরের চিৎকার শোনান। ফোনে ফোরকান মিয়া নিজেই স্ত্রীকে জানান, তাকে নির্মমভাবে মারধর করা হচ্ছে।
একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে আহত অবস্থায় রিকশায় করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতালে এসে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার (৩২) বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মোঃ শফিকুল ইসলাম (৪৪), মোঃ জাহিদুল ইসলাম রবিন (১৯), মোঃ রিমন মিয়া (৩০) ও মোঃ খাইরুন ইসলাম প্রঃ হৃদয় (২০)।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।








































আপনার মতামত লিখুন :