ঢাকা মেডিকেলে দুই নার্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
শরীয়তপুর থেকে মারামারিতে আহত ভাইকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নাজমুল। ভাইকে প্রাণে বাঁচাতে নার্সদের কথায় সুতাসহ কিনে আনেন একের পর চিকিৎসার সরঞ্জাম। এমনকি সরকারি হাসপাতালে সরকারি সুতা মজুত থাকার পরও তাকে দিয়ে তিন দফায় বাইরে থেকে ৫ হাজার ২০০ টাকার সুতাসহ সরঞ্জাম কেনানো হয়। কিন্তু, বিস্ময়করভাবে কেনা সুতা