ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
96tvbd

সোনারগাঁয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


৯৬ টিভি | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:১৪ এএম সোনারগাঁয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চারটি চুন কারখানারসহ পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল উপজেলার পিরোজপুর, মোগরাপাড়া ও মাঝিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, চারটি চুন কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করে উৎপাদন চলছিল। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আটটি ভাট্টি ও সরঞ্জাম এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাট্টির মালামাল নষ্ট করা হয়।
এ ছাড়া প্রায় দেড় কিলোমিটার এলাকায় ২০০ বাড়ির পাঁচ শতাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও ১০টি বার্নার জব্দ করা হয়।
তিতাসের কর্মকর্তারা বলেন, এর আগে পাঁচ দফায় এসব কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও স্থানীয় প্রভাবশালী মহল ও দালাল চক্রের সহায়তায় পুনরায় চালু করা হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
অভিযানে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আউয়ালসহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Side banner