ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
96tvbd

টংগীবাড়িতে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই


৯৬ টিভি | সীমান্ত হাসান রাকিব সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:০১ পিএম টংগীবাড়িতে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার বেতকা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে টংগীবাড়ীর বেতকা এলাকায় পিকআপভ্যানে করে মাদক পাচারের সময় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাড়িটি জব্দ করা হয়; যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৯৮১৯।
গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মো. লোকমান হোসেন (২৯) এবং মৃত হুরুন মিয়ার ছেলে মো. রুহুল আমিন (৩১)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে টংগীবাড়ি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Side banner