ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
96tvbd

উখিয়ায় অবৈধভাবে ক্যাম্পের বাইরে বাস করা ১৮ রোহিঙ্গা আটক


৯৬ টিভি | স্টাফ রিপোর্টার নভেম্বর ১০, ২০২৫, ১২:৫০ পিএম উখিয়ায় অবৈধভাবে ক্যাম্পের বাইরে বাস করা ১৮ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিশেষ অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।
টেকনাফে তিন দফা অভিযানের পর উখিয়ায় প্রথমবারের মত শনিবার (৯ নভেম্বর) রাতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এই অভিযান পরিচালনা করে।
র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও ল’ অ্যান্ড মিডিয়া কর্মকর্তা আ. ম. ফারুক বলেন, আটক রোহিঙ্গারা বালুখালী মরা গাছতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছিল। তারা মোট ৫টি পরিবারের সদস্য যাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে, রোহিঙ্গা শরণার্থীরা অবৈধভাবে ক্যাম্পের বাইরে এসে ভাড়া বাসায় বসবাস শুরু করছে। তাদের মধ্যে  অনেকেই খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার ও অপহরণের মতো নানা অপরাধে জড়িয়ে পড়েছে, যা কক্সবাজারসহ আশপাশের জেলার আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠেছে।
র‌্যাব জানিয়েছে, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবস্থান রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে। আটক ১৮ রোহিঙ্গাকে পরবর্তী আইনি প্রক্রিয়ায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Side banner