ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
96tvbd

ময়মনসিংহে মধ্যরাতে কাভার্ডভ্যানে আগুন


৯৬ টিভি | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২৫, ০১:০০ পিএম ময়মনসিংহে মধ্যরাতে কাভার্ডভ্যানে আগুন

ময়মনসিংহ নগরে পার্ক করে রাখা একটি কাভার্ডভ্যানে আগুন লেগেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের আকুয়া বাইপাস সড়কের পাশে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান বলেন, প্রতিদিনের মতো গাড়ির চালক সড়কের পাশে কাভার্ডভ্যানটি পার্ক করে রেখে যান। রাত সাড়ে ১২টার দিকে গাড়ির সিটের দিকে আগুন ধরে যায়। আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়তে থাকলে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নেভায়।
তিনি আরও বলেন, গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আগুন লেগেছে। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে। আবার সিগারেটের আগুন থেকেও সিটে আগুন ধরে যেতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি আকুয়া বাইপাস সড়কের পাশে রেখে চালক ঘুমাতে গিয়েছিলেন। এক সময় মানুষের চিৎকার শুনে তিনি বাইরে এসে দেখেন তার কাভার্ডভ্যানটি জ্বলছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি- নাশকতার অংশ হিসেবে দুর্বৃত্তরা আগুন লাগায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবুও ঘটনাটির তদন্ত চলছে।

Side banner