নোয়াখালী জেলা শহর মাইজদীর সুধারাম থানার সংলগ্ন হাউজিং এলাকায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের ভয়ঙ্কর দৌরাত্ম্যের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সংঘটিত এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একদল কিশোর রিকশা থামিয়ে আরেক কিশোরের ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। বাবা-মা বলে ডেকেও ছেলেটা রক্ষা পায়নি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রায় ৯ জন কিশোর রিকশায় থাকা এক কিশোরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারছে। একপর্যায়ে ওই তরুণ দৌড়ে প্রাণে রক্ষা পান, তবে গ্যাং সদস্যরা তাকে ধাওয়া করতে থাকে।
স্থানীয় বাসিন্দা আফসার হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই এসব কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত। হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে বলে মানুষ জানতে পেরেছে কিন্তু বাস্তবে এর সংখ্যা অনেক বেশি। দিন কি রাত কিশোর গ্যাং উৎপাত চালিয়ে যাচ্ছে। মুখ খুলছে না কেউ। আমাদের দাবি, দ্রুত এ ধরনের অপরাধ দমনে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আমরা ভিডিওটি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে হামলাকারীদের পরিচয় পাওয়া গেছে তবে ভিডিও ভাইরাল হওয়ায় তারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :