আনন্দ উচ্ছ্বাসে নানা আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল আই এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে চ্যানেল আই এর দর্শক ফোরামের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে প্রথমে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রবিণ সাংবাদিক অধ্যাপক জহুরুল ক্যাইয়্যুম এর সভাপতিত্বে ও মাই টিভির জেলা প্রতিনিধি আফতাব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিদাস দাস হিমুন, সহ সভাপতি জোবায়ের আলী, রেজাউর নবী রাজু, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, পলাশবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, চ্যালেন আই এর জেলা প্রতিনিধি মো. ফারুক হোসেন, সাংবাদিক শাহিন নুরী, চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি এম এ সালাম প্রমুখ।
বক্তারা চ্যানেল আই এর উত্তরোত্তর সফলতা কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং কেক কাটা হয়। শেষে একটি আনন্দ র্যালী বের হয়ে গাইবান্ধা জেলা শহরের মুল সড়ক গুলো প্রদক্ষিণ করে।
আপনার মতামত লিখুন :