ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
96tvbd

নড়াইলের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার


৯৬ টিভি | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:০৯ পিএম নড়াইলের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তি গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নড়াইল ও ঢাকাসহ একাধিক মামলা রয়েছে। একই সঙ্গে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Side banner