ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২
96tvbd

সৎ হওয়াই কি তবে কাল হলো ফজলুর?


৯৬ টিভি | বিনোদন ডেস্ক জানুয়ারি ১৩, ২০২৬, ০১:০০ পিএম সৎ হওয়াই কি তবে কাল হলো ফজলুর?

পেনশন অফিসের দুর্নীতিবাজ কর্মচারী ফজলুর পরিণতি নিয়ে ২০২৪ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল নাটক ‘কাঁটা’। দর্শকপ্রিয় কমেডি ঘরানার সেই নাটকের সিকুয়েল ‘কাঁটা ২’ নিয়ে আবার ফিরছেন নির্মাতা রিয়াদ মাহমুদ; যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শরাফ আহমেদ জীবনকে। 
গল্পের মোড় ঘুরে যায়- যখন এক বিশেষ ঘটনায় ফজলু হঠাৎ ঘুষ নেওয়া ছেড়ে দিয়ে সৎ হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সততাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। অফিসের দুর্নীতিগ্রস্ত ‘সিস্টেম’ আর অভাবী পরিবার- দুই দিক থেকেই তার ওপর চাপ আসতে থাকে। ব্যাংকে জমানো ঘুষের টাকা থাকা সত্ত্বেও তা ব্যবহার না করায় কষ্টে দিন কাটে তার পরিবারের।
এছাড়াও ফজলু অফিসের সবার ‘গলার কাঁটা’ হয়ে ওঠে। সহকর্মীরা তাকে দমাতে নানা ষড়যন্ত্র আর ভয়ভীতি দেখালেও দমে না গিয়ে একাই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে।
পরিচালক রিয়াদ মাহমুদ জানিয়েছেন, ‘কাঁটা’ প্রচারের পর দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় এর সিকুয়েল তৈরির পরিকল্পনা করেন। এবারের পর্বে দেখা যাবে, একজন দুর্নীতিবাজ মানুষ ভালো হতে চাইলে তাকে কতটা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।
শরাফ আহমেদ জীবন ছাড়াও এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, শাহেদ আলী, টুইংক ক্যারল ও ইকবাল হোসেন। জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে এই কমেডি নাটক।

Side banner