বিকেলের শেষে সাঁঝ নেমে আসে, শুরু হয়ে যায় রাত,
জোছনার আলো সখী হয়ে এসে ধরে নেয় হাত।
জুঁই-বকুল-রজনীগন্ধা সুবাস ছড়াতে ফোটে,
ক্লান্তির ঢেউ কারো কারো চোখে ঘুম হয়ে ওঠে।
ঘুম নেই চোখে, চোর ও সাধকের আর রাতজাগা পাখির,
বধূ জেগে রয় স্বপ্ন-বিছিয়ে, রঙ্গের ঝিকিমিকি আঁখিতে।
মো. আবুল কাশেম বিপুল
হাজীপুর আবদুল মজিদ হাই স্কুল (৯৬ ব্যাচ)
নোয়াখালী








































আপনার মতামত লিখুন :