ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
96tvbd

রংপুর হাইওয়ের এসপি হলেন শামছ শিপলু


৯৬ টিভি | স্টাফ রিপোর্টার অক্টোবর ২০, ২০২৫, ১২:৪৯ পিএম রংপুর হাইওয়ের এসপি হলেন শামছ শিপলু

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আবু তোরাব মো. শামছুর রহমান বিপিএম। 
তার যোগদানের সময় রংপুর রিজিয়ন সদর দপ্তরে তাঁকে আনুষ্ঠানিক সালামি প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর সার্কেল ও সদর দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আবু তোরাব মো. শামছুর রহমান ওরফে শামছ শিপলুকে ব্যাচ ১৯৯৬ বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

Side banner