ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
96tvbd

নবীনগরে পার্লার থেকে পিস্তলসহ ১০ লাখ জাল টাকা উদ্ধার


৯৬ টিভি | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:৫৩ পিএম নবীনগরে পার্লার থেকে পিস্তলসহ ১০ লাখ জাল টাকা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ‘বউ সাজ বিউটি পার্লারে’ ফেলে যাওয়া ব্যাগ থেকে একটি পিস্তলসহ ১০ লাখ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদালতপাড়ায় অবস্থিত ওই পার্লার থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে চারটার দিকে উপজেলার আদালতপাড়ায় অবস্থিত বউ সাজ বিউটি পার্লারে ফেশিয়াল করতে একজন মহিলা আসেন। ওই মহিলার হাতে একটি ব্যাগ ছিল। পার্লারের চেয়ারে বসে দেড় হাজার টাকা পরিশোধ করার শর্তে ওই মহিলার ফেশিয়াল শুরু করে পার্লারে কর্মরত এক নারী। 
একপর্যায়ে মুঠোফোনে একটি কল আসলে পাঁচ মিনিট পর এসে ফেশিয়াল করবেন জানিয়ে পার্লার থেকে চলে যান ওই মহিলা। কিন্তু ব্যাগ ফেলে গেলেও ওই মহিলা আর ফিরে আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে একটি অস্ত্র ও ১০ লাখ ১৮ হাজার নকল টাকা জব্দ করেন পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, সাদা রঙের একটি বিদেশি পিস্তলসহ ১০ লাখ ১৮ হাজার নকল টাকা উদ্ধার করা হয়েছে। পিস্তলটি বিদেশি বলে ধারণা করা হচ্ছে। ওই মহিলার বয়স কত তা বলা যাচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

Side banner