ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
96tvbd

বাঞ্ছারামপুরে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


৯৬ টিভি | ফজলে রাব্বি রিফাত অক্টোবর ৫, ২০২৫, ০৬:২০ পিএম বাঞ্ছারামপুরে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা। 
চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগমের সঞ্চালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক, ড. রওশন আলম কলেজের অধ্যক্ষ মো. কামাল উদ্দিন, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জমাদ্দার, বাঞ্ছারামপুর সোবহানিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল রুহুল আমীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক, চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা ও পাড়াতলি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদির।
আলোচনা শেষে ২০২৪ ও ২০২৫ সালে বিভিন্ন বিষয়ে নির্বাচিত গুণী শিক্ষকগণকে সংবর্ধনা প্রদান করা হয়। 
২০২৫ সালের গুণী শিক্ষকরা হলেন বাঞ্ছারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, পাড়াতলি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদির ও ফরদাবাদ মুন্সীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজল মনি।
২০২৪ সালের শ্রেষ্ঠ শিক্ষক দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন সুলতানা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজ অধ্যক্ষ মো. আবদুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আজীজ, রূপসদী সুজন স্মৃতি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার খাদিজা আক্তার, বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

Side banner