ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
96tvbd

দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ


৯৬ টিভি | ক্রীড়া ডেস্ক অক্টোবর ৫, ২০২৫, ০১:২০ পিএম দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগায় নিজেদের শেষ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। পাঁচ গোল হজমের সেই স্মৃতি ভুলে লিগের পরের ম্যাচেই ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে দলটি। এতে আবারও পয়েন্ত টেবিলের চূড়ায় উঠেছে লস ব্লাঙ্কোসরা।
শনিবার (৪ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। অন্য গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। পুরো ম্যাচেই আধিপত্য ছিল রিয়ালের। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে তারা ২৬টি শট নিয়েছিল, যার ৭টি ছিল লক্ষ্যে। প্রথমার্ধে যদিও দুই দলই গোলশূন্য ছিল।
অ্যাথলেটিকোর কাছে ৫-২ গোলের হার রিয়ালের অপরাজেয় যাত্রায় ছেদ ফেলেছিল। তবে এরপর চ্যাম্পিয়ন্স লিগে কাইরাত আলমাতিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা। সেই ধারাবাহিকতায় ভিয়ারিয়ালকেও সহজেই হারিয়েছে ক্লাবটি। এদিন ম্যাচের ২২তম মিনিটে এমবাপ্পের পাস থেকে মাস্তানতুয়োনোর শট ঠেকিয়ে দেন রেনাতো ভেইগা।
৪১ মিনিটে ভিয়ারিয়ালও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু থিবো কোর্তোয়ার দারুণ সেভে বেঁচে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) এগিয়ে যায় রিয়াল। এমবাপ্পের ফ্লিক থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোল করেন ভিনিসিয়ুস। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এর আগে রাফা ম্যারিন তাকে ফাউল করেছিলেন।
৭৩ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান কমান ভিয়ারিয়ালের মিকাউতাদজে। কিন্তু এরপরই সান্তিয়াগো মোরেনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। ৮১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে ম্যাচের তৃতীয় গোল করেন এমবাপ্পে। লিগে এটি তার নবম গোল। তবে এরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখন লা লিগা টেবিলের শীর্ষে জাবি আলোনসোর শিষ্যরা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। শীর্ষে ওঠার লক্ষ্যে আজ রাতে মাঠে নামছে কাতালান ক্লাবটি।

Side banner