৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে একাদশ রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান নয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে আট পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
জাতীয় দাবা ১৩ রাউন্ডের। ফাহাদ রহমান আরেক আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগরকে হারালে এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ শাকের উল্লাহর বিপকেষ ড্র করলে কালই জাতীয় চ্যাম্পিয়ন হবেন ফাহাদ। দুই জনই আগামীকাল জিতলে তখন শেষ রাউন্ডে ফাহাদ ড্র করলেই হবে।
সাত পয়েন্ট করে নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন।
আজকের একাদশ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা ঘুঁটি নিয়ে ফোর নাইটস গেম পদ্ধতির খেলায় ২৫ চালে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের কুইনস্ ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৮ চালে ড্র করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সাথে ড্র করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কালো ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের ক্যাটালন ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ১৪ চালের মাথায় ড্র করেন।
আপনার মতামত লিখুন :